ফুলতলা (খুলনা) প্রতিনিধি// ফুলতলায় ৪৯ তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরির গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় শিক্ষা ক্রীড়া সমিতির উদ্যোগে সোমবার বিকালে উপজেলা ডাবুর মাঠে নারী ফুটবল দলের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় গাড়াখোলা মাধ্যমিক বিদ্যালয় ২-০ গোলের ব্যবধানে রাড়ীপাড়া মাধ্যমিক বিদ্যালয়কে পরাজিত করে উপজেলা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। এ সময় উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক তাপস কুমার বিশ্বাস, আঃ হাই গাজী, প্রেমচাঁদ দাস, মোঃ ইদ্রিস আলী মোল্যা, ক্রীড়া শিক্ষক মোঃ আনিছুজ্জামান, রতন গোলদার, মোঃ হারুন অর রশিদ, পবিত্রা হালদার, মাসুমা সুলতানা, শশাংক কুমার রপ্তান, দিবস কুমার প্রমুখ। এর পূর্বে দামোদর এম এম মাধ্যমিক বিদ্যালয়ে সাতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।