ফুলতলা (খুলনা) প্রতিনিধিঃ ৪৭তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা ফুটবল খেলায় গাড়াখোলা মাধ্যমিক বিদ্যালয় ও আলকা মিলনী মাধ্যমিক বিদ্যালয় জয়ী হয়েছে। এ জয়ের মাধ্যমে তারা সেমিফাইনালে উত্তীর্ণ হল। সোমবার সকালে উপজেলা ডাবুর মাঠে অনুষ্ঠিত খেলায় গাড়াখোলা মাধ্যমিক বিদ্যালয় ১-০ গোলের ব্যবধানে গাড়াখোলা দাখিল মাদ্রাসা এবং আলকা মিলনী মাধ্যমিক বিদ্যালয় ১-০ গোলের ব্যবধানে দামোদর এম এম মাধ্যমিক বিদ্যালয়কে পরাজিত করে । এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শেখ মতিউর রহমান, শিল্পপতি হুমায়ুন আহম্মদ ভুইয়া, প্রধান শিক্ষক তাপস কুমার বিশ্বাস, সুপার মাওঃ শাহাজহান হুসাইন প্রমুখ।