ফুলতলায় চরমপন্থীদের পুনর্বাসনের জন্য প্রধানমন্ত্রী আর্থিক সহায়তা দিয়ে যাচ্ছেন-নারায়ণ চন্দ্র চন্দ এমপি

প্রকাশঃ ২০২৩-০৩-১৬ - ১৯:৩৬

ফুলতলা (খুলনা) প্রতিনিধি// সাবেক মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এমপি বলেছেন, সন্ত্রাসীরা সমাজের ও নিজের ক্ষতি করে। এ জগতে কেউ চিরস্থায়ী হতে পারে না। তারা নানা অপরাধে জড়িয়ে জীবনটাকে অন্ধকারে ঠেলে দেয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা চরমপন্থী ও সন্ত্রাসীদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে আত্মসমর্পনকারীদের পুনর্বাসনের জন্য আর্থিক সহায়তা প্রদান করে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার সুযোগ দিয়েছে। আত্মসমার্পণকৃত চরমপন্থীদের পুনর্বাসনের নিমিত্তে “দি সোনার বাংলা গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিঃ” এর অনুকুলে চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
ফুলতলা উপজেলা প্রশাসন আয়োজিত বৃহস্পতিবার বিকালে হাবিবুর রহমান মিলনায়তনে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউএনও খোশনূর রুবাইয়াৎ। সহকারী কমিশনার (ভ‚মি) মোঃ ইউসুফের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন খুলনার অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মীর আলিফ রেজা, এনএসআই খুলনার সহকারী পরিচালক মোঃ সাইফুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফারজানা ফেরদৌস নিশা। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খানজাহানআলী থানা আওয়ামীলীগের সভাপতি শেখ আবিদ হোসেন, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মৃনাল হাজরা, ওসি (তদন্ত) মেঃ শাহাদাৎ হোসেন, সমাজসেবা কর্মকর্তা মোঃ শাহীন আলম, মহিলা বিষয়ক কর্মকর্তা ফারহানা ইয়াসমিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফাতেমা বেগম, পরিবার পরিকল্পনা কর্মকর্তা সেলিনা খাতুন, পল্লী সঞ্চয় ব্যাংকের ম্যানেজার মৌসুমী সুলতানা, প্রেসক্লাব সভাপতি তাপস কুমার বিশ্বাস, সহকারী অধ্যাপক মোঃ নেছার উদ্দিন, সমিতির সভাপতি ফারুক মোল্যা, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ শেখ, সালাম তরফদার, মোস্তানিজুর রহমান, সাগর শেখ, আশরাফুল ইসলাম প্রমুখ। এ সময় প্রধান অতিথি নারায়ণ চন্দ্র চন্দ এমপি আত্মসমার্পণকৃত চরমপন্থী ৪৫ জনকে গরু পালন ও মৎস্য চাষের মাধ্যমে পুনর্বাসনের জন্য ২০ লাখ টাকার অনুদানের চেক হস্তান্তর করেন।