ফুলতলায় চাকুরী জাতীয়করণের দাবিতে সিএইচসিপি’র অবস্থান কর্মসূচি পালিত

প্রকাশঃ ২০১৮-০১-২১ - ১৮:৪৪

ফুলতলা (খুলনা)প্রিতিনিধিঃ কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে বাংলাদেশ কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার এ্যাসোসিয়েশন (সিএইচসিপি) দের চাকুরী রাজস্বকরণের দাবীতে রোববার থেকে ফুলতলা উপজেলার ৯টি কমিউনিটি ক্লিনিকের কর্মরত সিএইচসিপি’রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩দিনের অবস্থান কর্মসূচি পালন করছে। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এস এম শহীদুল্লাহ, শায়লানা সুলতানা, মোঃ রফিকুল ইসলাম, মোঃ মোস্তাফিজুর রহমান, মোসাঃ ডলি, রেশমিনা খাতুন, নাসরিন সুলতানা, ফিরোজা আক্তার প্রমুখ। এছাড়া আগামী ২৩ জানুয়ারী সিভিল সার্জন অফিসে অবস্থান এবং ২৭ থেকে ৩১ জানুয়ারী ঢাকার প্রেসক্লাবে অবস্থান। এরপরও দাবি না মানা হলে ১ ফেব্রুয়ারী থেকে লাগাতার অনশনের মাধ্যমে দাবী আদায় করা হবে বলে উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান।