ফুলতলায় জাতীয় ক্রীড়াবিদ কামরুজ্জামান হত্যার প্রতিবাদ ও আসামিদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

প্রকাশঃ ২০২২-১০-০৮ - ১২:৫২

ফুলতলা (খুলনা) প্রতিনিধি// জাতীয় ক্রীড়াবিদ ও গাড়াখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি এম এম কামরুজ্জামান হত্যার প্রতিবাদ ও আসামিদের গ্রেফতারের দাবিতে শনিবার সকাল সাড়ে ৯টায় খুলনা-যশোর মহাসড়কের ফুলতলা বাসষ্টান্ডে ঘন্টাব্যাপী মানববন্ধব কর্মসূচি পালিত হয়। এলাকার বিভিন্ন বয়সী ও পেশার নারী পুরুষদের স্বতঃস্ফুর্তভাবে অংশ নেয়া মানববন্ধনে সভাপতিত্বে করেন মরহুমের চাচা মোঃ আনছার আলী মোল্যা। এ সময় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন বীর মুক্তিযোদ্ধা কাজী আশরাফ হোসেন আশু, জেলা আওয়ামীলীগ নেতা বিলকিস আক্তার ধারা, মোঃ আসলাম খান, বণিক কল্যাণ সোসাইটির সভাপতি এস রবীন বসু, মরহুমের স্ত্রী কল্পনা বিশ্বাস, মরহুমের একমাত্র পুত্র রবিউজ্জামান সানি, ভাই ও মামলার বাদি মোঃ আনারুল ইসলাম কালু, মোঃ রোস্তম আলী গাজী, সাবেক ইউপি সদস্য আঃ গণি গাজী, মোঃ মাহাবুব বিশ্বাস, সরদার মাহাবুব হোসেন, জাহিদ বিশ্বাস, আঃ হাকিম বিশ্বাস, ইমরুল কায়েস নিতু, মোঃ মুজিবার রহমান মোল্যা, হুমায়ুন কবির মোল্যা, বিল্লাল বিশ্বাস, মহিদুল ইসলাম মিন্টু, সুইম শেখ, মুক্তিযোদ্ধা সুবোধ বসু, মিরা খাতুন, লাভলী বেগম প্রমুখ। এ সময় বক্তরা অভিযোগ করে বলেন, স্বর্ণপদকপ্রাপ্ত সাবেক জাতীয় ক্রীড়াবিদকে দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে খুন করে। নিহতের ভাই মামলা করতে গেলে পুলিশ মামলা না নিয়ে গড়িমশি করে। পরবর্তীতে গত ২৭ সেপ্টেম্বর ৭ ব্যক্তির নামোল্লেখ করে থানায় মামলা হয়। গত ১২ দিনেও পুলিশ কোন আসামী আটক করেনি এবং আসামী আটকের ব্যপারে তাদের দৃশ্যমান কোন ভুমিকা পরিলক্ষিত হয়নি। বক্তরা অবিলম্বে এম এম কামরুজ্জামানের হত্যাকারীদের গ্রেফতারপূর্বক দৃষ্ঠান্তমূলক শাস্তির দাবি জানান।