ফুলতলা (খুলনা) প্রতিনিধি: জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, খুলনা জেলা কমিটির সহসভাপতি ও ফুলতলা উপজেলা শাখা সভাপতি এম জোহর আলী মোড়ল (৬৫) আর নেই। তিনি দীর্ঘদিন ধরে ঘাতক ব্যাধি লান্স ক্যান্সারে ভূগছিলেন। তার পুত্র সাঈদ আলম বলেন, তিনি অসুস্থ্য হয়ে পড়লে খুলনার একটি ক্লিনিকে ভর্তি করা হয়। উন্নত চিকিৎসার জন্য গতকাল (মঙ্গলবার) ভারতে নেয়ার পথে যশোরের বেনাপোল স্থল বন্দর এলাকায় পৌছালে তিনি শেষ নি:শ^াস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২পুত্র, ৩কন্যাসহ বহু আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে যান। আজ (বুধবার) আসরবাদ উপজেলা মসজিদ চত্বরে নামাজের জানাযা শেষে উপজেলা সরকারি গোরস্থানে সমাহিত করা হবে বলে পারিবারিক সূত্র জানিয়েছে। এদিকে জাপা নেতা ও সমাজসেবক জোহর আলী মোড়লের মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে বিবৃতি দিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ শেখ আকরাম হোসেন, ভাইস চেয়ারম্যান গাউসুল আজম হাদি, আওয়ামীলীগ নেতা সরদার শাহাবুৃদ্দিন জিপ্পী, মোঃ আসলাম খান, মৃনাল হাজরা, আবু তাহের রিপন, বিলকিস আক্তার ধারা, ইউপি চেয়ারম্যান শরীফ মোহাম্মদ ভুইয়া শিপলু,ইসমাইল হোসেন বাবলু, আলী আজম মোহন, শাহাদাৎ বিশ্বাস, মোল্যা হেদায়েত হোসেন লিটু, শাহিদুল মোল্যা, শাহাবাজ মোল্যা, এস কে আলী ইয়াছিন, শহিদুল্লাহ প্রিন্স, বেগম শামসুন্নাহার, শাপলা সুলতানা লিলি, আনছার বিশ্বাস, আনোয়ার বিশ্বাস, আশরাফুল আলম কচি, এস কে মিজানুর রহমান, রবিন বসু প্রমুখ। অনুরুপ বিবৃতি দিয়েছেন প্রেসক্লাব ফুলতলা সভাপতি তাপস কুমার বিশ্বাস, সাধারণ সম্পাদক মোঃ সেকেন্দার আলী, অধ্যাপক মোঃ নেছার উদ্দিন, উপজেলা প্রেসক্লাব সভাপতি শামসুল আলম খোকন, সাধারণ সম্পাদক মোঃ মাজহারুল ইসলাম প্রমুখ।