ফুলতলা (খুলনা) প্রতিনিধি: জাতীয় মৎস্য সপ্তাহ-২০১৭ উদযাপন উপলক্ষে মঙ্গলবার দুপুর ১২টায় উপজেলা মৎস্য ভবন সভাকক্ষে সাংবাদিক সম্মেলন সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষনা করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোল্যা এমদাদুল্যাহ। বিশেষ অতিথি ছিলেন প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: সুষেন হালদার, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ কিশোর আহম্মদ, রিপোর্টার্স ক্লাব সভাপতি তাপস কুমার বিশ্বাস, উপজেলা প্রেসক্লাব সভাপতি শামসুল আলম খোকন, আলীমের কমার্শিয়াল ম্যানেজার মোঃ আমিনুর রহমান । লিখিত কর্মসূচির মধ্যে আজ (বুধবার) সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরে র্যালী, আলোচনা সভা ও পরিষদ চত্বরের পুকুরে মৎস্য পোনা অবমুক্তকরণ, বৃহস্পতিবার সকাল ৯টায় বিল নার্সারীর মুল্যায়ন ও সচেতনতা সভা এবং বিকালে জামিরা ইউনিয়ন পরিষদে আলোচনা সভা ও প্রামান্য চিত্র প্রদর্শন, শুকবার হাট বাজার সমূহে ফরমালিন বিরোধী অভিযান ও মোবাইল কোর্ট এবং বিকালে পিপরাইলে মৎস্য বিষয়ক আইনের উদ্বুদ্ধকরণ সভা, শনিবার উপজেলা পরিষদ মিলনায়তনে সকাল ১০টায় মুল্যায়ন ও পুরস্কার বিতরণ, দুপুরে আশরাফের পুকুরপাড়ে মাঠ দিবস এবং বিকালে জামিরা কলেজে প্রামান্য চিত্র প্রদর্শন, রোববার সকাল ১০টায় হাট বাজারে ভিডিও ও প্রামান্য চিত্র প্রদর্শন, দুপুরে দক্ষিণডিহিতে পাংগাস ও মনোসেক্স তেলাপিয়া মাছের ফলাফল প্রদর্শন এবং সোমবার উপজেলা অডিটরিয়ামে সমাপনী অনুষ্ঠান। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ফিল্ড সহকারী এম এম ফয়সাল নেওয়াজ, শেখ সালেহীন, মোঃ ওহিদুজ্জামান সোহেল।