ফুলতলা (খুলনা) প্রতিনিধি// “নিরাপদে মাঝে ভরব দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” শ্লোগানকে সামনে রেখে মৎস্য সম্পদ উন্নয়ন এবং সংরক্ষণে আজ (রোববার) থেকে ২৯ জুলাই ২০২২ জাতীয় মৎস্য সপ্তাহ শুরু হচ্ছে। শনিবার বেলা ১১টায় ফুলতলা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রনজিৎ কুমার তার কার্যালয়ে স্থানীয় সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা করেন। সভায় জাতীয় মৎন্য সপ্তাহের কর্মসূচি ঘোষনা করা হয়। ঘোষিত কর্মসূচির মধ্য রয়েছে আজ (রোববার) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ চত্বরে র্যালী, মাছের পোনা অবমুক্তকরণ, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও প্রামাণ্য চিত্র প্রদর্শন, আগামীকাল বেলা ১১টায় প্রান্তিক পর্যায়ে মৎস্য চাষী ও মৎস্যজীবিদের সাথে মতবিনিময়, মঙ্গলবার বেলা ১১টায় অবৈধ জালের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা, বুধবার বেলা ১১টায় দামোদর চারা বটতলায় মৎস্য চাষীদের পরামর্শ ও পুকুরের মাটি ও পানি পরীক্ষা, দুপুর ১২টায় কনফারেন্স রুমে প্রামাণ্য চিত্র প্রদর্শন, বৃহস্পতিবার উপজেলা পরিষদ চত্বরে সফল ভোগীদের মৎস্য চাষের উপকরণ বিতরণ বিতরণ এবং শুক্রবার সকাল ১০টায় উপজেলা হাবিবুর রহমান মিলনায়তনে জাতীয় মৎস্য সপ্তাহের মূল্যায়ণ ও সমাপনী অনুষ্ঠান। মতবিনিময় সভায় মেরিন ফিশারিস অফিসার কচি খানম, ক্ষেত্র সহকারী আঃ রউফসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।