ফুলতলা (খুলনা) প্রতিনিধি// “বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন” শ্লোগানকে সামনে রেখে খুলনার ফুলতলায় পালিত হলো ৫১তম জাতীয় সমবায় দিবস। উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে শনিবার বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্বরে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন শেষে বর্ণাঢ্য র্যালী এবং পরে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সমবায়ী নেতা মোঃ সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন ইউএনও সাদিয়া আফরিন।
স্বাগত বক্তৃতা করেন উপজেলা সমবায় কর্মকর্তা খন্দকার জহিরুল ইসলাম। মোঃ মাহফুজুর রহমানের পরিচালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) দীপা রানী সরকার। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কৃষি কর্মকর্তা মোছাঃ তাসলিমা হোসেন, সমাজসেবা কর্মকর্তা মোঃ শাহীন আলম, ওসি (তদন্ত) এস এম শাহাদাৎ হোসেন, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ সুমাইয়া ইসলাম, বীজ কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন, আনসার ভিডিপি কর্মকর্তা সালমা খাতুন, উপজেলা প্রেসক্লাব সভাপতি শামসুল আলম খোকন, সহকারী অধ্যাপক মোঃ নেছার উদ্দিন, সমবায়ী নেতা নূর জাহান জেসমিন, মঞ্জুর হাসান, বিষ্ণুপদ দাস, আবিদ হাসান, কাজী জালাল আহমেদ, রফিকুল ইসলাম, আলামিন শেখ, আসাদুল ইসলাম, কবি রমজান মাহমুদ অরণ্য, মোঃ সোহাগ হোসেন, অনিক গাইন, রিক্তা মন্ডল, সুমি ইসলাম, জাহিদুল ইসলাম, নাজমুন নাহার পান্না প্রমুখ।