ফুলতলা প্রতিনিধিঃ বেপরোয়া গতির ট্রাকের ধাক্কায় প্রাণ গেল ফলদ বৃক্ষ চারাবাহী লিটন সরদার (৪০) এর । এ ঘটনা ঘটে রোববার বেলা ২টায় খুলনা- যশোর মহাসড়কের চৌদ্দ মাইল মোড় এলাকায়। এদিকে গতকাল ভোরে সড়ক পারাপারের সময় পিকআপের ধাক্কায় গোলেনুর বেগম (৭০) এক বৃদ্ধার মৃত্যু ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, নড়াইলের পেড়োলী গ্রামের আকবার সরদারের পুত্র লিটন সরদার ফুলতলার বেজেরড্ঙ্গাাস্থ নার্সারী থেকে ফলদ বৃক্ষের চারা ভ্যানে বোঝাই করে নিয়ে এলাকায় ফিরছিলেন। চৌদ্দ মাইল মোড়ের কাছে পৌছালে বেপরোয়া গতিতে যশোরগামী ট্রাক (নং ঢাকা মেট্রো-ট- ১৬-৩৭০৮ ) ভ্যানগাড়ীসহ চাপা দিলে ঘটনাস্থলেই তার মর্মান্তিক মৃত্র্যু ঘটে। এ সময় ঘাতক ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেলে পরে পুলিশ ট্রাকটি আটক করে। হাইওয়ে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছিল। এদিকে গতকাল ভোর সাড়ে ছয়টায় খুলনা-যশোর মহাসড়কের দামোদর পুরাতন ইউনিয়ন বোর্ডের সামনে সড়ক পারাপারের সময় খুলনাগামী পিকআপ (খুলনা মেট্টো- ন-১১-০৪৮৬) এর ধাক্কায় গোলেনুর গুরুত্বর আহত হলে তাকে দ্রুত ফুলতলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভতি করা হয়। পওে তার মৃত্যু ঘটে। এ ব্যাপারে ফুলতলা থানায় মামলা হয়েছে।