ফুলতলায় ডাকাতি প্রস্তুতিকালে আটক ৬: পিকআপ অস্ত্র ও গুলি উদ্ধার

প্রকাশঃ ২০১৭-০৬-১৭ - ১৬:১৬

ফুলতলা (খুলনা) প্রতিনিধি: জেলা গোয়েন্দা পুলিশ গভীর রাতে ফুলতলার ধোপাখোলা এলাকা থেকে ডাকাতি প্রস্তুতিকালে ৬ ব্যক্তিকে আটক এবং তাদের কাছ থেকে ১টি পিকআপ গাড়ী, দেশী ২টি পাইপ গান, কার্তুজ ও ধারালো অস্ত্র উদ্ধার  করে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।
পুলিশ জানায়, জেলা গোয়েন্দা পুলিশের ওসি শিকদার আক্কাস আলী, এস আই মুক্ত রায় চৌধুরী, এসআই অর্জুন দাস, এস আই কামাল হোসেনের নেতৃত্বে শুক্রবার দিবাগত রাতে ধোপাখোলা  কাছারী বাড়ি এলাকায় অভিযান চালিয়ে ডুমুরিয়ার চিংড়িখালি গ্রামের ইনতাজ আলী শেখের  পুত্র আশরাফ শেখ (৪৯), বেলায়েত শেখ (৪০), রহিম গাজীর পুত্র মফিজুর গাজী (৩০), রাজীবপুর  দক্ষিণমহল এলাকার খোকন শেখের পুত্র বাবু শেখ (৩৫), রাজাপুর এলাকার সাকাম আলীর পুত্রের পুত্র সেলিম শেখ (২০), রাগেরহাটের পাইকপাড়া এলাকার লতিফ পাইকের পুত্র হুমায়ুন পাইক (৩২) কে আটক করে।  এ সময় তাদের কাছ থেকে দেশী তৈরি দুটি পাইপ গান, দুটি কার্তুজ, ৩টি ছোরা, বিষের দুটি বোতল, মাছ ধরা দুটি জাল, ৩টি বস্তা এবং ১টি পিকআপ (নং-ঢাকা মেট্রো ল-১১-০৮৪৩) উদ্ধার করা হয়।  আটককৃতরা ডাকাতির প্রস্তুতি এবং চিংড়ি ঘেরে বিষ প্রয়োগের মাধ্যমে গলদা চিংড়ি লুটের প্রস্তুতি নিচ্ছিল বলে পুলিশের দাবি। এ ব্যাপারে ফুলতলা থানায় পৃথক দুটি মামলা হয়েছে।