ফুলতলা (খুলনা) প্রতিনিধিঃ খুলনা-যশোর মহাসড়কের পথের বাজার টু ফুলতলা এবং যুগ্নিপাশা টু ফুলতলা ৬ কিলোমিটার পথ থ্রি হুইলার ও ইজিবাইকের আওতায় আনার দাবিতে ফুলতলা উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থী, বাজার ব্যবসায়ী, মাহেন্দ্র ও ইজিবাইককের চালকসহ বিভিন্ন পেশার ব্যক্তিবর্গ সোববার সকাল ১০টা থেকে মহাসড়কের ফুলতলা বাসষ্টান্ডে মানববন্ধন কর্মসূচি পালন করে। ফুলতলা বাজার বণিক কল্যাণ সোসাইটির সভাপতি ফিরোজ জমাদ্দারের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে বক্তৃতা করেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ শেখ আকরাম হোসেন, থ্রি হুইলার শ্রমিক ইউনিয়ন সাধারণ সম্পাদক মোঃ মামুন গাজী, সহসভাপতি ইসমাইল সরদার, আজিজুল আকুঞ্জী, যুগ্ন সম্পাদক কামাল হোসেন, মিল্টন হোসেন, ফজলুল হক, ড. জাকির হোসেন, শ্রমিক নেতা সনজিৎ বসু, ওয়াহিদ মুরাদ পিন্টু, বণিক নেতা মনির হাসান টিটো, রবিন বসু, এস কে মিজানুর রহমান, প্রভাষক রেজোয়ান রাজা, প্রভাষক গৌতম কুন্ডু, আলমগীর খান, সুমন মোল্যা, মোঃ বকুল ভুইয়া, টুকু শেখ, তুহিন মোল্যা, মারুফ মোল্যা, সোরহাব জমাদ্দার, জাফর হাওলাদার, জাহাঙ্গীর হোসেন, মামুন মোল্যা, হাবিবুর রহমান প্রমুখ। প্রসঙ্গতঃ খুলনা মহানগর ও যশোর এলাকায় সর্বেত্র মাহেন্দ্র ও থ্রি হুইলার চলাচল করলেও শুধুমাত্র মহাসড়কের ফুলতলা এলাকায় নিষেধাজ্ঞা থাকায় এ এলাকার শিক্ষার্থী, ব্যবসায়ী, চাকুরীজীবিসহ সকল পেশার মানুষ যাতাযাতে চরম দুর্ভোগের শিকার।