ফুলতলা (খুলনা) প্রতিনিধি: অর্থ মন্ত্রনালয়ের অর্থ বিভাগ কর্তৃক বাস্তবায়নাধীন “স্কিলস ফর এমপ্লয়মেন্ট প্রোগ্রাম (সেইপ)” এর আওতায় ও পায়াক্ট বাংলাদেশের সহযোগিতায় দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কার্যক্রম বিষয়ক দিনব্যাপী এক কর্মশালা বুধবার সকালে খুলনার ফুলতলা উপজেলা সভাকক্ষে অনুষ্ঠিত হয়। অর্থ বিভাগের উপসচিব ও সহকারী নির্বাহী প্রকল্প পরিচালক মোহাম্মদ ওয়ালিদ হোসেন প্রধান অতিথি হিসাবে কর্মশালার উদ্বোধন করেন। ইউএনও মাশরুবা ফেরদৌসের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ শেখ আকরাম হোসেন, কোর্স স্পেশালিষ্ট মোঃ মহিউজ্জামান, ভাইস চেয়ারম্যান বেগম শামসুন্নাহার । স্বাগত বক্তৃতা করেন সেইপ স্পেশালিষ্ট এম সাখাওয়াত হোসেন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বন কর্মকর্তা মোঃ এনামুল হক, যুব উন্নয়ন কর্মকর্তা এস এম বদিউজ্জামান, সমাজ সেবা কর্মকর্তা শাহীন আলম, মহিলা বিষয়ক কর্মকর্তা ফারহানা ইয়াসমিন, ইউপি চেয়ারম্যান শেখ মনিরুল ইসলাম, শরীফ মোহাম্মদ ভুইয়া শিপলু, শেখ আবুল বাশার, মাওঃ সাইফুল হাসান খান, প্রেসক্লাব ফুলতলা সভাপতি তাপস কুমার বিশ্বাস, সহকারী অধ্যাপক উল্লাসিনী সরকার, শিক্ষক দেলোয়ার হোসেন, ইউপি সদস্য মিসেস কেয়া খাতুন, লাভলী বেগম, ব্র্যাক ম্যানেজার মোঃ কামরুজ্জামান, উপজেলা পেশ ইমাম মোঃ নাজমুল হক প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন সোসাল মার্কেটিং অফিসার মোঃ খুরশিদ আলম। এ সময় প্রধান অতিথি বলেন, দেশে বেকারদের দক্ষতা বৃদ্ধি করে কর্মসংস্থান সৃষ্টি করতে হবে। পাশাপাশি এ ধরনের প্রশিক্ষণ নিলে তাদের বেতনও দ্বিগুন হবে। শতকরা ৭০ ভাগ লোকের চাকুরীর সংস্থান হবে।