ফুলতলা (খুলনা) প্রতিনিধিঃ সোমবার দিনে দুপুরে উপজেলা পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশন কর্মকর্তা আফরোজা বেগমের ফুলতলা স্ব-নির্ভর সড়কস্থ বাসার তালা ভেঙে নগদ ৪ লাখ টাকা ও ২০ ভরি স্বর্ণালংকার চুরি নিয়েছেন অজ্ঞাত চোরেরা। এ ব্যাপারে ফুলতলা থানায় অভিযোগ করা হয়েছে।
দায়েরকৃত অভিযোগে জানা যায়, সোমবার সকালে ফুলতলার স্ব-নির্ভর সড়কস্থ মল্লিক ম্যানসন এর চতুর্থ তলার ভাড়াটিয়া পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশন কর্মকর্তা আফরোজা বেগম তার কর্মস্থলের উদ্দেশ্যে বেরিয়ে যান। দুপুরে খাবার খেতে বাসায় এসে দরজার তালা ও রুমের ভিতর আয়রন সেলফ এর তালা ভাঙা দেখতে পান। সেলফ এ রক্ষিত নগদ ৪ লক্ষ টাকা ও ২০ ভরি স্বর্ণালংকার দেখতে না পেয়ে তিনি পুলিশে খবর দেন। থানার ওসি মোঃ মনিরুল ইসলাম ও এসআই ইউসুফ আলী ঘটনাস্থল পরিদর্শন করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলার প্রস্তুতি চলছিল।