ফুলতলায় দুটি মটরসাইকেলের সংঘর্ঘে প্রাণ গেল হেলমেট বিহীন চালকের

প্রকাশঃ ২০২১-০৪-১৮ - ১৫:২২

ফুলতলা (খুলনা) প্রতিনিধিঃ ফুলতলায় দুটি মটরসাইকেলের মুখোমুখি সংঘর্ঘে সৈয়দ হাবিবুর রহমান (৫৫) নামে এক কোম্পানী প্রতিনিধির ঘটনাস্থলেই মৃত্যু ঘটে। এ ঘটনা ঘটে রোববার দুপুর সাড়ে ১২টায় খুলনা-যশোর মহাসড়কের ফুলতলা দামোদর প্রাইমারী স্কুল এলাকায়। তিনি খালিশপুর নেভি কলোনী এলাকার মৃতঃ সৈয়দ মোকছেদুর রহমানের পুত্র ও যশোর সেফটি টার্নিং পেট্রোলিয়াম লিমিটেড কোম্পানীর সুপারভাইজার।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সৈয়দ হাবিবুর রহমান তার মটরসাইকেল (খুলনা-মেট্রো-হ-১৩-৬৯০৪) যোগে হেলমেট বিহীন অবস্থায় যশোরের দিকে যাচ্ছিলেন। দামোদর প্রাইমারী এলাকায় পৌছালে বিপরীত দিক থেকে আসা অপর একটি মটরসাইলের সাথে মুখোমুখি সংঘর্ষ হলে তিনি রাস্তার উপর ছিটকে পড়েন। এ সময় তার মাথায় গুরুতর জখম ও রক্তক্ষরণ হয়। দ্রæত তাকে ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃতঃ ঘোষনা করেন। পরে হাইওয়ে থানা পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে।