ফুলতলা প্রতিনিধি : নদীতে গোসল করতে গিয়ে লাশ হয়ে ফিরলো খুলনার ফুলতলা রি-ইউনিয়ন মডেল স্কুল এন্ড কলেজের ৮ম শ্রেণীর ছাত্র সোহান পাটোয়ারী (১৪)। সে ফুলতলার তাজপুর গ্রামের আলমগীর মেম্বরের বাড়ির ভাড়াটিয়া ও আরএফএল গ্রুপের ট্রাক ড্রাইভার আলী আশরাফের পুত্র। শনিবার দুপুরে গোসল করতে গিয়ে নিখোজ সোহানের লাশের সন্ধান মেলে রোববার সকালে।
পারিবারিক সূত্র জানায়, শনিবার দুপুর সাড়ে ১২টায় সোহান আরও ৩/ ৪ বন্ধু মিলে ভৈরব নদীর ফুলতলা রি-ইউনিয়ন স্কুল ঘাটে গোসল করতে যায়। নদীতে থাকা বালু কাটা ড্রেজার মেশিনের উপর উঠে ঝাপাঝাপি শুরু করে। এক পর্যায়ে অন্য বন্ধুরা উঠে আসলেও সোহানের সন্ধান মেলেনি। গতকাল সকালে ফায়ার সার্ভিজের ডুবুরিরা এসে নদী থেকে সোহানের লাশ উদ্ধার করে। মর্মান্তিক এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। গতকাল জোহরবাদ জানাযা শেষে খুলনার গোয়ালখালি গোরস্থানে দাফনের জন্য লাশ নেয়া হয়।