ফুলতলা (খুলনা) প্রতিনিধিঃ আসন্ন পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচন ২০১৯ উপলক্ষে ফুলতলা উপজেলা নির্বাচন অফিস আয়োজিত ভোটগ্রহন কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা শুক্রবার সকাল ১০টায় ফুলতলা এম এম কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। ইউএনও পারভীন সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা প্রশাসক মোঃ হেলাল হোসেন। বিশেষ অতিথি ছিলেন খুলনার পুলিশ সুপার এস এম শফিউল্লাহ, সিনিয়র জেলা নির্বাচন অফিসার এম মাজহারুল ইসলাম। বিআরডিপি কর্মকর্তা মোঃ আফরুজ্জামান পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ওসি মোঃ মনিরুল ইসলাম, নির্বাচন কর্মকর্তা কল্লোল বিশ্বাস, অধ্যক্ষ এস এম দাউদ আলী, অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) শেখ আকরাম হোসেন, অধ্যক্ষ গাজী মারুফুল কবির প্রমুখ।