ফুলতলায় পণ্যে পাটজাত মোড়কের ব্যবহার বিষয়ক মতবিনিময় সভা

প্রকাশঃ ২০২০-১১-২৯ - ২২:০০

ফুলতলা (খুলনা) প্রতিনিধিঃ পণ্যে পাটজাত মোড়কের ব্যাপক ব্যবহার আইন-২০১০ এর প্রয়োগ ও বাস্তবায়নে এক মতবিনিময় ও উদ্ভুদ্ধকরণ সভা রোববার বেলা ১১টায় উপজেলা পরিষদ সভা কক্ষে ইউএনও সাদিয়া আফরিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শেখ আকরাম হোসেন। বিশেষ অতিথি ছিলেন পাট অধিদপ্তর খুলনার সহকারী পরিচালক রাধেশ্যাম নাথ, খুলনা জেলার মুখ্য পরিদর্শক সরজীৎ সরকার। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন দৌলতপুরের মুখ্য পরিদর্শক এম আক্তার হোসেন ও মুজিবর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কে এম জিয়া হাসান তুহিন, ওসি (তদন্ত) মোস্তফা হাবিবুল্লাহ, ইউপি চেয়ারম্যান শরীফ মোহাম্মদ ভুইয়া শিপলু, সমাজসেবা কর্মকর্তা মোঃ শাহীন আলম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফাতেমা বেগম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মুহাঃ আবুল কাশেম, রিসোর্স কর্মকর্তা মোঃ রবিউল ইসলাম রনি, মহিলা বিষয়ক কর্মকর্তা ফারহানা ইয়াসমিন, সহকারী শিক্ষা অফিসার মোঃ আসাদুজ্জামান প্রমুখ।