ফুলতলায় পানি ও পরিবেশ রক্ষা কমিটির সাথে বেলা’র মতবিনিময় সভা

প্রকাশঃ ২০২১-০৫-১৬ - ১৮:২২

ফুলতলা (খুলনা) প্রতিনিধিঃ খুলনা ওয়াশা কর্তৃক ফুলতলা থেকে ভ‚গর্ভস্থ পানি ২৫টি বুষ্টার পাম্পের মাধ্যমে উত্তোলন ও পাইপ যোগে ২০ কিলোমিটার দুরে খুলনা শহরে টেনে নেয়ার প্রতিবাদে ফুলতলা উপজেলা পানি ও পরিবেশ রক্ষা কমিটির নেতৃবৃন্দ রোববার দুপুর ১২টায় বেলা’র খুলনার বিভাগীয় সমন্বয়কারী মাহফুজুর রহমান মুকুলের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন।

কমিটির আহবায়ক কম. আনছার আলী মোল্যার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ শেখ আকরাম হোসেন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সদস্য সচিব ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সরদার শাহাবুদ্দিন জিপ্পী, আওয়ামীলীগ নেতা মোঃ আসলাম খান, মৃনাল হাজরা, আবু তাহের রিপন, ফুলতলা প্রেসক্লাব সভাপতি এস এম মোস্তাফিজুর রহমান, প্রেসক্লাব ফুলতলা সভাপতি তাপস কুমার বিশ^াস, সহকারী অধ্যাপক মোঃ নেছার উদ্দিন, ডাঃ সরোজ কুমার সুর, শিক্ষক প্রদ্যুৎ কুমার বিশ্বাস, বিজয় কৃষ্ণ হালদার, ইকতিয়ার উদ্দিন সুমন প্রমুখ। পরে নেতৃবৃন্দ বুস্টার পাম্প এলাকাসমূহ পরিদর্শন করেন।