ফুলতলায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

প্রকাশঃ ২০২২-০৭-২৯ - ১৮:১০

ফুলতলা (খুলনা) প্রতিনিধি : ফুলতলায় পানিতে ডুবে রাজ মোল্যা নামের চার বছরের শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার জামিরা ইউনিয়নের ডাউকোনা গ্রামে এ ঘটনা ঘটে। শিশু রাজ মোল্যা ওই গ্রামের শ্রমিক রনি মোল্যার পুত্র। স্থানীয় ইউপি সদস্য হালিম সরদার জানান, শিশুটির মা ঘরের কাজে ব্যস্ত ছিলেন। এ সময় সে বাইরে খেলা করছিল। কিছুক্ষণ পর সন্তানকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন মা। কোথাও না পেয়ে বাড়ির পুকুরে সন্ধ্যায় রাজ মোল্যাকে ভাসতে দেখেন। পরে তাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।