ফুলতলায় পুলিশের মাদক বিরোধী অভিযানে ফেনসিডিল ইয়াবা ও গাঁজাসহ আটক ৬

প্রকাশঃ ২০১৭-০৬-২১ - ১৭:২৭

তাপস কুমার বিশ্বাস, ফুলতলা (খুলনা): খুলনার অতিরিক্ত পুলিশ সুপার এস এম শফিউল্লাহ ও এএসপি সজীব খাঁন এর নেতৃত্বে জেলা গোয়েন্দা পুলিশ ও থানা পুলিশ গত ৩দিনে ফুলতলার বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ৬ মাদক ব্যবসায়ীকে আটক এবং ১৬ বোতল ফেনসিডিল ও ১০৮ পিচ ইয়াবা এবং ৫৯ পুরিয়া গাঁজা উদ্ধার করে। এ ব্যাপারে থানায় পৃথক ৬টি মামলা হয়েছে।
পুলিশ জানায়, মঙ্গলবার রাতে গাড়াখোলা গ্রামের মৃতঃ মেছের আলী বিশ্বাসের পুত্র মাদক ব্যবসায়ী মোঃ আশরাফুল বিশ্বাস (৩০) কে ০৮পিচ ইয়াবাসহ মাছ বাজার এলাকা থেকে আটক করে। পঠিয়াবান্দা গ্রামের আকবার গাজীর পুত্র মাদক ব্যবসায়ী জসিম উদ্দিন (২৯) কে বেনেপুকুর কার্লভার্ট থেকে ১২ পুরিয়া গাঁজাসহ আটক করে। পরে তাদের বিরুদ্ধে মাদক আইনে পৃথক পৃথক মামলা হলে বুধবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়। এদিকে বুধবার দিবাগত রাত সাড়ে ১২টায় বাজারের শিকিরহাট রোড থেকে তাজপুর গ্রামের মৃতঃ আব্দুল সামাদ মোল্যার পুত্র মোল্যা হেদায়েত হোসেন লিটু (৪৫) কে আটক ১৬ বোতল ফেনসিডিল ও ১০০পিচ ইয়াবাসহ আটকের দাবি পুলিশের। একই রাতে পুলিশ দামোদর গ্রাম থেকে মৃতঃ মেহেদী হাসান ভুইয়ার পুত্র আশিকুজ্জামান বিকু ভুইয়া (৫১) কে ১০ পুরিয়া গাঁজাসহ আটক করে। এছাড়া পঠিয়াবান্দা গ্রামের ব্রজেন মন্ডলের পুত্র সবুজ মন্ডল (৩০) কে ২২ পুরিয়া গাঁজা এবং গাড়াখোলার ফজলু মহলদারের পুত্র আনিস মহলদার (২৮) কে ১৫ পুরিয়া গাঁজাসহ আটক করা হয়। এদের নামে পৃথক পৃথক মামলা হলে পুলিশ তাদেরকে জেল হাজতে প্রেরণ করে।