ফুলতলা অফিসঃ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ফুলতলা উপজেলা শাখার উদ্যোগে মঙ্গলবার বিকালে উপজেলা হাবিবুর রহমান মিলনায়তনে আসন্ন শারদীয় দূর্গোৎসব উদযাপন উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক মৃনাল হাজরার পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শেখ আকরাম হোসেন। বিশেষ অতিথি ছিলেন ভারপ্রাপ্ত ইউএনও অনিমেষ বিশ্বাস, ইউপি চেয়ারম্যান শেখ আবুল বাশার, শরীফ মোহাম্মদ ভুইয়া শিপলু, ওসি মোঃ মনিরুল ইসলাম, ওসি (তদন্ত) উজ্জ্বল দত্ত, আনছার ভিডিপি কর্মকর্তা জাহাঙ্গীর আলম শরীফ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক প্রধান শিক্ষক প্রফুল্ল কুমার চক্রবর্তী, বিশ্বনাথ ঘোষ, প্রভাষক গৌতম কুন্ডু, প্রেসক্লাব সভাপতি তাপস কুমার বিশ্বাস, মুক্তিযোদ্ধা সুবোধ চন্দ্র বসু, পূজা পরিষদের নেতা অজিত সরকার, ডাঃ সরোজ সুর, প্রেমচাঁদ দাস, সুব্রত কুমার বিশ্বাস, নারায়ণ চন্দ্র বকশী, বিপ্লব রায়, তপন মিত্র, দীপক বিশ্বাস, সুমন্ত্ কুন্ডু, রুহিদাস মোহন্ত, দুলাল চন্দ্র অধিকারী, বিশ্বনাথ কুন্ডু, শেখর পাল, অচিন্ত কুমার দাস, বিশ্বজিৎ মন্ডল, অমুল্য হালদার প্রমুখ। প্রসঙ্গঃ ফুলতলা উপজেলায় এবার ৪২টি মন্ডপে শারদীয় দূর্গোৎসব পালিত হচ্ছে।