ফুলতলায় প্রতীক পেয়ে ৪ ইউনিয়নে চেয়ারম্যান পদে ১৭ প্রার্থীসহ ২৪২ প্রার্থী নির্বাচনী মাঠে

প্রকাশঃ ২০২১-১০-২৭ - ২০:১৭

ফুলতলা (খুলনা) প্রতিনিধি// আসন্ন ইউপি নির্বাচনে ফুলতলায় ৪ ইউনিয়নে চেয়ারম্যান, সংরক্ষিত মহিলা আসন এবং সাধারণ সদস্য প্রার্থীদের মধ্যে বুধবার প্রতীক বরাদ্দ দেয়া হয়। এদিকে নির্ধারিত সময়ে ৫ চেয়ারম্যান প্রার্থীসহ ১৫ব্যক্তি তাদের প্রার্থীতা প্রত্যাহার করায় চেয়ারম্যান প্রার্থী ১৭, সংরক্ষিত মহিলা সদস্য প্রার্থী ৫২ এবং সাধারণ সদস্য পদে ১৭৪ প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দিতা করছেন।
উপজেলা অফিস সূত্র জানায়, আটরা গিলাতলা ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে আওয়ামীলীগ মনোনীত শেখ মনিরুল ইসলাম (নৌকা), স্বতন্ত্র শেখ জাহাঙ্গীর হোসেন (মোটর সাইকেল) ও স্বতন্ত্র মোঃ ইকতিয়ার হাসান মওলা (আনারস) প্রতীক পেয়েছেন। এছাড়া সংরক্ষিত মহিলা আসনে ১০ এবং সাধারণ সদস্য পদে ৪৪ প্রার্থী রয়েছেন।
দামোদর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে আওয়ামীলীগ মনোনীত শরীফ মোহাম্মদ ভুঁইয়া শিপলু (নৌকা), স্বতন্ত্র মোঃ সেলিম সরদার (আনারস), স্বতন্ত্র প্রভাষক মোঃ আলিম মোল্যা (মোটর সাইকেল), স্বতন্ত্র জোবায়দা খান সুরভী (ঘোড়া), ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের মনোনীত সরদার গোলাম সরোয়ার (হাতপাখা) প্রতীক পেয়েছেন।এছাড়া সংরক্ষিত মহিলা আসনে ১৫ এবং সাধারণ সদস্য পদে ৫৬ প্রার্থী রয়েছেন।

জামিরা ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে স্বতন্ত্র মাওঃ সাইফুল হাসান খান (মোটর সাইকেল), আওয়ামীলীগ মনোনীত আবু হেনা মোস্তফা কামাল চৌধুরী বুলু (নৌকা), স্বতন্ত্র ফজলুল হক গাজী (চশমা), স্বতন্ত্র মনিরুল ইসলাম সরদার (আনারস), স্বতন্ত্র এসএম আতাউর রহমান (ঘোড়া) প্রতীক পেয়েছেন। এছাড়া সংরক্ষিত মহিলা আসনে ১৩ এবং সাধারণ সদস্য পদে ৩৫ প্রার্থী রয়েছেন।
ফুলতলা ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে স্বতন্ত্র শেখ আবুল বাশার (মোটর সাইকেল), আওয়ামীলীগ মনোনীত মোল্যা আলী আজম মোহন (নৌকা), স্বতন্ত্র মাওঃ মোঃ রফিকুল ইসলাম (আনারস) ও স্বতন্ত্র মোঃ সাকির মোল্যা ঘোড়া) প্রতীক পেয়েছেন।। এছাড়া সংরক্ষিত মহিলা আসনে ১৪ এবং সাধারণ সদস্য পদে ৩৯ প্রার্থী রয়েছেন।
নির্বাচনী কাজের সুবিধার্থে রিটানিং অফিসার হিসাবে উপজেলা নির্বাচন অফিসার শেখ জাহিদুর রহমান দায়িত্ব পালন করছেন আটরা গিলাতলা এবং ফুলতলা ইউনিয়নের। অপরদিকে দামোদর ও জামিরা ইউনিয়নের রিটানিং অফিসার হিসাবে দায়িত্ব পালন করছেন প্রাথমিক শিক্ষা অফিসার মুহাঃ আবুল কাশেম।