ফুলতলায় প্রবীন চা ব্যবসায়ী শহিদ বিহারীর ইন্তেকাল

প্রকাশঃ ২০২১-০৫-২০ - ০০:১৪

ফুলতলা (খুলনা) প্রতিনিধিঃ ফুলতলা বাজারের বিশিষ্ট প্রবীন চা ব্যবসায়ী মোঃ শহিদুল ইসলাম ওরফে শহীদ বিহারী (১০৬) বুধবার সকাল সাড়ে ১০টায় দামোদরস্থ ভুঁইয়া পাড়ার নিজ বাড়িতে বার্ধক্য জনিত কারণে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাহী রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২পুত্র, ২কন্যাসহ বহু আত্মীয় স্বজন রেখে যান। বুধবার বাদ আসর উপজেলা জামে মসজিদ চত্বরে নামাজের জানাযা শেষে উপজেলা সরকারী গোরস্থানে কবরস্থানে দাফন সম্পন্ন হয়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাবেক কৃষি বিষয়ক সম্পাদক মোঃ আসলাম খান, ফুলতলা বাজার বণিক কল্যাণ সোসাইটির সভাপতি রবিন বসু, সহসভাপতি ও ফুলতলা প্রেসক্লাব সভাপতি এস এম মোস্তাফিজুর রহমান, আওয়ামীলীগ নেতা কামরুজ্জামান নান্নু, ইউপি সদস্য শেখ আব্দুর রশিদ, প্রেসক্লাব ফুলতলা সভাপতি তাপস কুমার বিশ্বাস, সহকারী অধ্যাপক মোঃ নেছার উদ্দিন, প্রধান শিক্ষক প্রেমচাঁদ দাস, যুবলীগ নেতা ইকতিয়ার উদ্দিন সুমন, এস এম শফিউল আলম, জাহাঙ্গীর ভুইয়া প্রমুখ।