ফুলতলা অফিসঃ ভারতের প্রখ্যাত হোমিও গবেষক ও চিকিৎসক ডাঃ আলতাব হোসেন এর সংবর্ধনা, দুই দিন ব্যাপী প্রশিক্ষণ মূলক সেমিনার ও প্রভাষক গাজী মোহাম্মদ এনামুল হক এর " আধুনিক হোমিওপ্যাথিক ফার্মেসি ও ফার্মাকোপিয়া" গ্রন্থটির মোড়ক উন্মোচন শুক্রবার সকালে অনুষ্ঠিত হয়। হোমিও জ্ঞান বিনিময় কেন্দ্র ফুলতলা খুলনা বাংলাদেশ এর পরিচালক আলহাজ্ব ডাক্তার গাজী আব্দুল আজীজ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফুলতলা থানার অফিসার ইনচার্জ মোঃ ইলিয়াস তালুকদার, আমন্ত্রিত অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সহকারী সচিব ডাঃ মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন, বিওএইচ এফ এর উপদেষ্টা ডাঃ অনন্য মান্নান। উপস্থিত ছিলেন অধ্যক্ষ ডাঃ সুলতানা ফারুক, আকিব হাসান, ফাতেমা তুজ জোহরা, ডাঃ খান মোঃ শহিদুল্লাহ, ডাঃ মাহবুব, সুশীল কর্মকার প্রমূখ। সেমিনারে আর এ বুক সেন্টার, বাংলাবাজার ঢাকা কর্তৃক প্রকাশিত আধুনিক হোমিওপ্যাথিক ফার্মেসি ও ফার্মাকোপিয়া গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়। পরে দুই দিনের প্রশিক্ষণ কর্মশালা পরিচালনা করেন ভারতের প্রখ্যাত হোমিও গবেষক ডাক্তার আলতাব হোসেন। দেশের প্রায় প্রতিটি জেলা থেকে আগত চিকিৎসকবৃন্দ কর্মশালায় অংশ গ্রহণ করেন।