ফুলতলায় প্রাইভেটকার ও ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে নিহত ১ আহত ৬

প্রকাশঃ ২০২১-০৫-১৬ - ১৮:০৯

ফুলতলা (খুলনা) প্রতিনিধিঃ রোববার বেলা ১১টায় খুলনা-যশোর মহাসড়কের ফুলতলার বেজেরডাঙ্গা এলাকায় প্রাইভেটকার ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ঘে ইজিবাইক চালক আবু তাহের নিহত ও অপর ৬ ব্যক্তি আহত হন। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, নওয়াপাড়াগামী ইজিবাইক অপর একটি ইজিবাইককে অতিক্রম করার সময় খুলনাগামী প্রাইভেটকার (ঢাকা মেট্রো-খ-১২-২২৮১) মুখোমুখি সংঘর্ষ হয়।

এ সময় রূপসার খাজাডাঙা গ্রামের আবু সাঈদের পুত্র ইজিবাইক চালক আবু তাহের শেখ (৫০), ইকবল হোসেন (৫০) তার স্ত্রী সাবিনা (৩৫) ও তাদের দুই মাস বয়সী সন্তান, অভয়নগর পায়রা গ্রামের মুনছুর আলীর স্ত্রী সুফিয়া বেগম (৭০), রাজঘাট গ্রামের গোলাম রসুলের পুত্র রবিউল (৪৫) এবং পথচারী রাড়ীপাড়া গ্রামের দুলদুলের কন্যা আয়েশা খাতুন (৭) আহত হলে তাদেরকে ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তবে আহত আবু তাহের শেখ ও আয়েশা খাতুনের অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। তবে পথিমধ্যে আবু তাহেরের মৃত্যু ঘটে। নিহত ইজিবাইক চালক আবু তাহের শেখের পকেটে তার জাতীয় পরিচয়পত্র এবং নগদ ২৫ হাজার ৩শ’ ২১ টাকা পাওয়া গেলে সেটি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার জিম্মায় রাখা হয়। হাইওয়ে থানা পুলিশ দুর্ঘটনা কবলিত ইজিবাইক ও প্রাইভেট কার জব্দ এবং ময়না তদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছে।