ফুলতলায় প্রাণিসম্পদ প্রদর্শনী-২১ অনুষ্ঠিত

প্রকাশঃ ২০২১-০৬-০৫ - ১৯:৪৮

ফুলতলা (খুলনা) প্রতিনিধিঃ “পুষ্টি মেধা দারিদ্র বিমোচন প্রাণিসম্পদ প্রদর্শনীর আয়োজন” এ শ্লোগানকে সামনে রেখে শনিবার দিনব্যাপী ফুলতলা উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২১ অনুষ্ঠিত হয়। উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ অরুণ কান্তি মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রুলী বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ ইনসাদ ইবনে আমিন, পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ আফরুজ্জামান, ওসি (তদন্ত) মোস্তফা হাবিবুল্লাহ, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ পারভেজ মোল্যা, আইসিটি কর্মকর্তা পুষ্পেন্দু দাশ, খাদ্য পরিদর্শক পল্লব ঘোষ। স্বাগত বক্তৃতা করেন ভেটেরিনারি সার্জন ডাঃ মোঃ তরিকুল ইসলাম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ডাঃ সুমাইয়া ইয়াসমিন, প্রেসক্লাব ফুলতলা সভাপতি তাপস কুমার বিশ্বাস, উপজেলা প্রেসক্লাব সভাপতি শামসুল আলম খোকন, সাংবাদিক শেখ মনিরুজ্জামান, সহকারী অধ্যাপক মোঃ নেছার উদ্দিন, শেখ কামরুজ্জামান, মোঃ হাসিবুর রহমান, রবীন্দ্রনাথ দত্ত, খামারী জসিম উদ্দিন ফারাজি। প্রদর্শনীতে ৩৬টি ষ্টল এর মধ্যে ১০ জন খামারীকে পুরস্কৃত করা হয়। এর মধ্যে সফল গাভী পালনে খায়রুল আলম, পোল্ট্রি পালনে তুহিন রহমান, ছাগল পালনে মোঃ আক্তার মাহমুদ এবং বিশেষ ক্যাটাগরিতে আজিজুর রহমান।