ফুলতলা (খুলনা) প্রতিনিধি// ফুলতলায় ডিজিটাল সংযোগ স্থাপন শীর্ষক প্রকল্পের প্রান্তিক পর্যায়ে কার্যক্রম বাস্তবায়নের লক্ষে এক মতবিনিময় সভা সোমবার বিকালে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের অয়োজনে এবং ডিজিটাল সংযোগ স্থাপন প্রকল্পের সহযোগিতায় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া আফরিন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত সচিব এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ ও প্রকল্প পরিচালক ড. খন্দকার আজিজুল ইসলাম। সহকারি প্রোগ্রামার পুষ্পেন্দু দাসের পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সহকারী প্রোগ্রামার সাজেদুল ইসলাম, মোঃ রুবেল, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফাতেমা বেগম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মুহাঃ আবুল কাশেম, সহকারী শিক্ষা কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস, সহকারী অধ্যাপক মোঃ নেছার উদ্দিন, লক্ষণ কুন্ডু, প্রভাষক তুহীন আহমেদ, পার্থ চৌধুরী, মোঃ আনিচুর রহমান, গাজী এনামুল হোসেন ফারুক, শেখ আঃ সালাম, প্রধান শিক্ষক মনিরা পারভীন, মোশারফ্ফ হোসেন প্রমুখ। সভায় প্রধান অতিথি প্রান্তিক পর্যায়ে ইন্টারনেট সংযোগ কার্যক্রম বাস্তবায়নে প্রকল্পের ভূমিকা সম্পর্কে আলোচনা করা হয়।