ফুলতলা (খুলনা) প্রতিনিধি: “স্বাস্থ্য, পুষ্টি, অর্থ চাই, দেশী ফলের গাছ লাগাই”-এ শ্লোগান নিয়ে নার্সারী জোন ঐতিহ্যবাহী বেজেরডাঙা বাজার চত্তরে ফলদ বৃক্ষমেলা ও সেমিনার এর আলোচনা অনুষ্ঠিত হয়। ফুলতলা উপজেলা কৃষি অফিসের উদ্যেগে গতকাল রবিবার ফলদ বৃক্ষ মেলায় উপজেলা নির্বাহী অফিসার মাশরুবা ফেরদৌস এর সভাপতিত্ত্বে অনুষ্ঠানে বেজেরডাঙ্গা নার্সারী মালিক সমিতির সক্রিয় অংশ গ্রহনে বিকাল ৩টায় অনুষ্ঠিত মেলার উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শেখ আকরাম হোসেন। স্বাগত বক্তব্য ও প্রবন্ধ উপস্থাপন করেন উপজেলা কৃষি কর্মকর্তা মোছাঃ রীনা খাতুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক সরদার শাহাবুদ্দিন জিপ্পী, ইউপি চেয়ারম্যান শরীফ মোহাম্মদ শিপলু ভুঁইয়া ও শেখ আবুল বাশার। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কৃষি বিদ দেবানন্দ বিশ^াস, রিপোর্টার্স ক্লাব সভাপতি তাপস কুমার বিশ^াস, সাধারণ সম্পাদক মোঃ সেকেন্দার আলী, উপজেলা প্রেসক্লাব সভাপতি শামসুল আলম খোকন, সফল চাষী আকরাম গাজী, উপ-সহকারী কৃষি কর্মকর্তা কাজী এসানুল হক, মহাসিন আলী সরদার, শেখা মল্লিক, আল মামুন হাওলাদার, চামেলী মল্লিক, শেখ মঞ্জুর আলম, সালমা সুলতানা প্রমুখ।