ফুলতলায় ফের ট্রাক ও থ্রি-হুইলার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ আহত ৮

প্রকাশঃ ২০২১-০৫-১৭ - ১৯:১৮

ফুলতলা (খুলনা) প্রতিনিধি: সোমবার সকাল ৯টায় খুলনা-যশোর মহাসড়কের ফুলতলার নতুনহাট মন্দির এলাকায় ট্রাক ও থ্রি-হুইলারের মুখোমুখি সংঘর্ষে থ্রি-হুইলার যাত্রী রিন্টু (৪০) নিহত ও অপর ৮ ব্যক্তি আহত হন। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, যশোরমুখী দ্রুতগামী ট্রাকের (খুলনা-মেট্রো-ট -১১-০৮২১) সাথে খুলনাগামী রেজিষ্ট্রেশনবিহীন থ্রি-হুইলারের মুখোমুখি সংঘর্ষ হয়।

এ সময় থ্রি-হুইলার অপর একটি মটরসাইকেল (খুলনা-ল-১১-০৩৮৮) কে ধাক্কা দেয়। ট্রাকের ধাক্কায় থ্রি-হুইলার দুমড়ে মুচড়ে যায়। এতে থ্রি-হুইলার চালক দৌলতপুরের সেনহাটি গ্রামের আঃ জব্বারের পুত্র তোতন (৩৫), যাত্রী যশোর সদরের শেখহাটি গ্রামের মতিয়ার রহমানের পুত্র রিন্টু (৩৬), ফুলতলার হাফরাস্তার এহের মোল্যার পুত্র আঃ রহমান (৩০), খুলনার তেরখাদার আঃ রাজ্জাক এর পুত্র জামাল (৩৫), তার পুত্র তাসনিম (৭), যশোর চৌগাছার রবিউল ইসলামের পুত্র ফয়সাল (৩০), অভয়নগরের সিদ্দিপাশার গ্রামের ইছাক হাওলাদারের পুত্র মামুনুল হক (৩০), মটরসাইকেল চালক ধূলগ্রামের রাজীব দত্ত (৩৫) আহত হলে তাদেরকে প্রথমে ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তবে অবস্থা গুরুতর হওয়ায় পরে মটর সাইকেল চালক বাদে বাকি সবাইকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আহতদের মধ্যে হাসপাতালে নেয়ার পথে রি›্টু মারা যান। হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে দূর্ঘটনাকবলিত ট্রাক, থ্রি-হুইলার ও মটরসাইকেল জব্দ এবং লাশ মর্গে প্রেরণ করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলার প্রস্তুতি চলছিল বলে হাইওয়ে থানার ডিউটি অফিসার মাহমুদুল হাসান জানিয়েছেন। প্রসঙ্গতঃ গত রোববার বেলা ১১টায় ফুলতলায় অনুরুপ প্রাইভেট কার ও ইজিবাইকের এক সড়ক দূর্ঘটনায় ১ ব্যক্তি নিহত ও ৬ ব্যক্তি আহত হন।