ফুলতলা (খুলনা) প্রতিনিধিঃ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’র ৯৯তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে ফুলতলা উপজেলা প্রশাসনের উদ্যোগে রোববার সকাল ১০টায় র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ মিলনায়তনে মুক্তিযোদ্ধা কমান্ডার কাজী জাফর উদ্দিন আহম্মেদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন ইউএনও পারভীন সুলতানা। মহিলা বিষয়ক কর্মকর্তা ফারহানা ইয়াসমিনের পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মনিরুল ইসলাম, কৃষিকর্ম কর্তা রীনা পারভীন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শেখ মতিউর রহমান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা চায়না রানী দত্ত, যুব উন্নয়ন কর্মকর্তা এস এম বদিউজ্জামান, স মাজসেবা কর্মকর্তা শাহীন আলম, পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ আফরুজ্জামান প্রমুখ। পরে চিত্রাংকন, কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহনকারী বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এদিকে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে জামিরা বাজার আসমতোয়িতায় স্কুল এন্ড কলেজ মিলনায়তনে অধ্যক্ষ গাজী মারুফুল কবিরের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন সহকারী অধ্যাপক মোঃ নেছার উদ্দিন, শেখ ইউনুচ আলী, শেখ ইকবল হোসেন, সহকারী প্রধান শিক্ষক গোলাম সরোয়ার মোল্যা, জুলফিকার আলী, প্রভাষক সমীর কুমার বিশ্বাস প্রমুখ। ফুলতলা সরকারি মহিলা কলেজে সকাল ১০টায় কলেজ মিলনায়তনে আলোচনা সভা সমীর কুমার ব্রক্ষের সভাপতিতে,¡ গাড়াখোলা মাধ্যমিক বিদ্যালয়ে আলোচনা সভা প্রধান শিক্ষক তাপস কুমার বিশ্বাসের সভাপতিত্বে, ফুলতলা রি-ইউনিয়ন স্কুল এন্ড কলেজে আলোচনা সভা অধ্যক্ষ প্রফুল্ল কুমার চক্রবর্তীর সভাপতিত্বে এবং আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ে আলোচনা সভা প্রধান শিক্ষক গোলাম মোস্তফার সভাপতিত্বে কর্মসূচি পালিত হয় ।