ফুলতলা (খুলনা) প্রতিনিধি// বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনুর্ধ্ব-১৭) ফুলতলা উপজেলার ইউনিয়ন পর্যায়ে উদ্বোধন করা হয়। ফুলতলা উপজেলা প্রশাসনের অয়োজেন বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় উপজেলা সরকারি ডাবুর মাঠে উদ্বোধনী খেলায় আটরা গিলাতলা ইউনিয়নের একাদশ ও ফুলতলা ইউনিয়ন একাদশ সেমিফাইনালে উত্তীর্ণ হয়।
সকাল ১০টায় উদ্বোধনী খেলায় আটরা গিলাতলা ইউনিয়ন একাদশ ৪-০ গোলের ব্যবধানে জামিরা ইউনিয়ন একাদশকে পরাজিত করে । একই মাঠে বিকাল ৩টায় অনুষ্ঠিত অপর খেলায় ফুলতলা ইউনিয়ন একাদশ টাইব্রেকারে ৪-৩ গোলের ব্যবধানে দামোদর ইউনিয়ন একাদশকে পরাজিত করে। খেলাটি উপস্থাপন করেন প্রভাষক সমীর কুমার বিশ^াস।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া আফরিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ শেখ আকরাম হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার কাজী জাফর উদ্দিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কেএম জিয়া হাসান তুহিন, ফারজানা ফেরদৌস নিশা।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন কর্মকর্তা এস এস কামরুজ্জামান, সমাজসেবা কর্মকর্তা মোঃ শাহীন আলম, খাদ্য সম্প্রসারন কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, ইউপি চেয়ারম্যান শেখ মনিরুল ইসলাম, শরীফ মোহাম্মাদ ভূঁইয়া শিপলু, মোঃ মনিরুল ইসলাম সরদার, শেখ আবুল বাশার, খুলনা জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ হোসেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফাতেমা বেগম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মুহাঃ আবুল কাশেম, রিসোর্স ইন্সটেক্টর মোঃ কামরুজ্জামান, সহকারী প্রোগ্রামার পুষ্পেন্দু দাস, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন আহম্মেদ ভূঁইয়া, প্রধান শিক্ষক তাপস কুমার বিশ্বাস প্রমুখ।