ফুলতলা (খুলনা) প্রতিনিধিঃ ফুলতলা বাজার বণিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক এম সালেহ আহমেদ এর ১৯তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে সমিতির পক্ষ থেকে রোববার দিনব্যাপী ব্যাপক কর্মসূচি পালিত হয়। পালিত কর্মসূচির মধ্যে ছিল সকল ব্যবসা প্রতিষ্ঠানে কালো পতাকা উত্তোলন, ব্যবসায়ীদের কালো ব্যাজ ধারণ, দিনব্যাপী কোরআনখানি ও আছর নামাজবাদ সমিতি কার্যালয়ে আলোচনা সভা সমিতির সভাপতি মোঃ ফিরোজ জমাদ্দারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় অন্যান্যের মধে বক্তৃতা করেন সাধারণ সম্পাদক ইঞ্জিঃ মনির হাসান টিটো, সহসভাপতি রবিন বসু, এস কে মিজানুর রহমান, মরহুমের পুত্র সৈকত আহমেদ প্রিন্স, ব্যবসায়ী মোল্যা মনিরুল ইসলাম, বণিক নেতা মোঃ মাসুম শেখ, মোঃ তারেক হাসান নাইচ, মোঃ আলমগীর খা, সদস্য আনিসুল ইসলাম মিন্টু, ইলিয়াস মোল্যা, রকিবুল ইসলাম, শাহীন সরদার, সাগর গাজী, আরমান ভুইয়া প্রমুখ। পরে মাওঃ আছম আঃ রহিমের পরিচালনায় দোয়া মাহফিলে ব্যবসায়ীবৃন্দ উপস্থিত ছিলেন।