ফুলতলা (খুলনা) প্রতিনিধি// ফুলতলার যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে রোববার সকালে উপজেলা চত্ত¡রে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ শেখ আকরাম হোসেন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা খোশনূর রুবাইয়াৎসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ। সকাল সাড়ে নয়টায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপজেলা ডাবুুর মাঠে অভিবাদন, কুচকাওয়াজ ও শরীর প্রদর্শনীতে অংশ নেয়। বেলা ১১টায় জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা দেয়া হয়। উপজেলা হাবিবুর রহমান মিলনায়তনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খোশনূর রুবাইয়াৎ। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ শেখ আকরাম হোসেন।
বিশেষ অতিথি ছিলেন ফুলতলা থানার অফিসার ইনচার্জ মোঃ ইলিয়াস তালুকদার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কে এম জিয়া হাসান তুহিন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা ফেদৌস নিশা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার কাজী জাফর উদ্দিন। দিবসটি উপলক্ষে হাসপাতালে ও এতিমখানায় উন্নতমানের ইফতারী সামগ্রী পরিবেশন করা হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এস মৃনাল হাজরা, জেলা নেতা মোঃ আসলাম খান. সহ-সভাপতি কাজী আশরাফ হোসেন আশু, শিক্ষাবিদ আলহাজ¦ আনোয়ারুজ্জামান মোল্যা, অধ্যক্ষ সমীর কুমার ব্র², উপজেলা প্রকৌশলী ইয়াসিন আরাফাত, কৃষি কর্মকর্তা মোছাঃ রাজিয়া সুলতানা, যুব উন্নয়ন কর্তকর্তা এস এম কামরুজামান, সমাজসেবা কর্মকর্তা মোঃ শাহীন আলম, নির্বাচন কর্মকর্তা এস এম রোকনুজ্জামান, বীজ কর্মকর্তা মোঃ অনোয়ার হোসেন, ইউপি চেয়ারম্যান শরীফ মোহাম্মাদ ভুঁইয়া শিপলু, মহিলা বিষয়ক কর্মকর্তা ফারহানা ইয়াসমিন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাহানাজ বেগম, পরিবার পরিকল্পনা কর্মকর্তা সেলিনা খাতুন, প্রেসক্লাব সভাপতি তাপস কুমার বিশ্বাসসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।