ফুলতলা (খুলনা) প্রতিনিধি// ফুলতলার দামোদর গ্রামের মৃতঃ দলিল উদ্দিন সরদারের পুত্র ও ৭ মামলার আসামি বাবলু সরদার (৪০) ও তাঁর স্ত্রী ইয়াসমিন বেগম (৩৫) এর বিরুদ্ধে জোরপূর্বক বসতবাড়ি থেকে বিভিন্ন গাছ-গাছালি কেটে নিয়ে সেখানে ঘর নির্মানের অভিযোগ উঠেছে। শুক্রবার সন্ধ্যায় প্রেসক্লাব ফুলতলায় অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে একই এলাকার মোঃ কামরুল সরদারের স্ত্রী নাছিমা বেগম লিখিত অভিযোগে এ কথা জানিয়েছেন।
নাছিমা বেগম তাঁর লিখিত বক্তৃব্যে বলেন, প্রতিবেশি বাবলু সরদারগং সাথে জমিজমা সংক্রান্ত পূর্ব শক্রতা রয়েছে। তার জের ধরে গত ৬ ফেব্রæয়ারি পারিবারিক কাজে সবাই এলাকার বাইরে ছিলাম। এ সময় প্রতিবেশি বাবলু সরদার (৪০) ও তাঁর স্ত্রী ইয়াসমিন বেগমের নেতৃত্বে কতিপয় ব্যক্তি তাঁদের বসতবাড়িতে অনাধিকার প্রবেশ করে বিভিন্ন গাছ-গাছালি কেটে নিয়ে যায় এবং সেখানে ঘর নির্মাণের কাজ শুরু করে। বিষয়টি জানতে পেরে পরের দিন তাঁদের কাছে শুনতে গেলে বাবুল ও তাঁর স্ত্রী ইয়াসমিন ধারালো দা নিয়ে তেড়ে এসে অকথ্য ভাষায় গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেয়। এ ব্যাপারে ফুলতলায় থানায় লিখিত অভিযোগ করা হলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। বাবলু সরদারের বিরুদ্ধে ফুলতলা থানা ও আদালতে ডাকাতি, চুরি নারী ও শিশু নির্যাতনসহ ৭টি মামলা ও সাধারণ ডায়রি রয়েছে। সাংবাদিক সম্মেলনে নাছিম বেগম দামোদর মৌজায় সিএস ৬৬৭(২) এসএ ৭২০ বর্তমান ডিপি ২০৫১এর ৩৭৫৬, ৩৭৫৭ ও ৩৭৫৮ নং দাগে নিজেদের পৈত্রিক ও ক্রয়কৃত জমিতে বাবলু সরদারগং এর অবৈধ দখলদারিত্বের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের জন্য প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন। এ সময় আঞ্জুমানারা বেগম, কুলসুম বেগম, কামরুল সরদার, ইমলাক সরদার ও বাবু মল্লিক উপস্থিত ছিলেন।