ফুলতলা (খুলনা) প্রতিনিধি// ফুলতলা উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌধ উদ্যোগে বাল্যবিবাহ প্রতিরোধে শ্ক্ষিা প্রতিষ্ঠান প্রধানদের সম্পৃক্ততা বিষয়ে এক মতবিনিময় সভা উপজেলা পরিষদ সভা কক্ষে অনুষ্ঠিত হয়। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফারহানা ইয়াসমিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া আফরিন। স্বাগত বক্তৃতা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফাতেমা বেগম। বিশেষ অতিথি ছিলেন ওসি মোঃ ইলিয়াস তালুকদার, সমাজসেবা কর্মকর্তা মোঃ শাহীন আলম।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ গাজী মারুফুল কবির, সাধারণ সম্পাদক বিমান নন্দী, অধ্যক্ষ অজয় কুমার চক্রবতী, অধ্যক্ষ মুহা. খায়রুল ইসলাম, অধ্যক্ষ তৌহিদুর রহমান, প্রধান শিক্ষক তাপস কুমার বিশ্বাস, প্রধান শিক্ষক মোশাররফ হোসেন মোড়ল, প্রধান শিক্ষক মনিরা পারভীন, প্রধান শিক্ষক রাশিদা খাতুন, অধ্যক্ষ আছম আব্দুর রহিম, প্রধান শিক্ষক মহাসিন বিশ্বাস, প্রধান শিক্ষক এস. এ হালিম, প্রধান শিক্ষক এস এম কাউস আলী, প্রধান শিক্ষক প্রশান্ত রায়, প্রধান শিক্ষক গোলাম মোস্তফা, প্রভাষক মোঃ ইনামুল হক ফারুক, প্রধান শিক্ষক জাকির হোসেন মোল্যা, প্রধান শিক্ষক প্রেমচাঁদ মন্ডল, মাদ্রাসা সুপার ইউনুস আলী, সুপার মোহাম্মদ ইব্রাহী, সুপার শাহাজাহান হুসাইন প্রমুখ। সভায় উপজেলার শিক্ষা প্রতিষ্ঠান সমূহে বাল্যবিবাহ রোধকল্পে কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহিত হয়।