ফুলতলা (খুলনা) প্রতিনিধিঃ বৃহস্পতিবার বিকালে ফুলতলায় বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও বাসষ্টান্ডে এক পথ সভা বিএনপি নেতা কওছার আলী জমাদ্দারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় বক্তৃতা করেন জেলা বিএনপির সহসভাপতি এস এ রহমান বাবুল, মহানগর বিএনপির সহসভাপতি শেখ ইকবাল হোসেন, হাসনাত রেজভী মার্শাল, শেখ নওশাদ হোসেন লালু, হুমায়ুন কবির বিশ্বাস, মশিউর রহমান বিপ্লব, আলমগীর হোসেন, কামরান হাসান, মোরাদ হোসেন, রহিম গাজী, মাসুদ করিম, যুবনেতা হিরণ সরদার, মুকুল মোড়ল, শাহিন আজাদ, টিটো জমাদ্দার, জাহিদ হোসেন লাভলু, লিটন গাজী, রবিউল ইসলাম রবি, ফয়সাল হোসেন হৃদয়, মুক্ত সরদার, ফারুক সরদার, সেলিম আজাদ, সবুজ সরদার, জাকারিয়া হোসেন প্রমুখ। নেতৃবৃন্দ অগনতান্ত্রিক ও অগঠনতান্ত্রিক প্রক্রিয়ায়, টাকার বিনিময়ে পকেট কমিটি গঠনের অভিযোগ তুলে অবিলম্বে কমিটি বাতিলের দাবি জানান।