ফুলতলা (খুলনা) প্রতিনিধিঃ বিদ্যুৎ ও জ্বালানী সপ্তাহ-২০১৮ উদযাপন উপলক্ষে স্কুল ও কলেজ শিক্ষার্থীদের বক্তৃতা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান বুধবার বেলা ১১টায় উপজেলা অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। ওজোপাডিকো ফুলতলা অফিস আয়োজনে ইউএনও মাশরুবা ফেরদৌসের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শেখ আকরাম হোসেন। স্বাগত বক্তৃতা করেন আবাসিক প্রকৌশলী খান আবুল হাসান। মহিলা বিষয়ক কর্মকর্তা ফারহানা ইয়াসমিনের পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যক্ষ সমীর কুমার ব্রক্ষ্ম, প্রধান শিক্ষক সালমা খাতুন, সহকারী শিক্ষা অফিসার জান্নাতুল ফেরদৌস, উপ-সহকারী প্রকৌশলী মোঃ তোবারক আহম্মদ, মোঃ মামুন উর রশিদ, মোঃ জাকির হোসেন প্রমুখ। উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১৫ শিক্ষার্থী প্রতিযোগি এ প্রতিযোগিতায় অংশ নেয়। পরে বিজয়ী ছাড়াও অংশ গ্রহণকারী সকল প্রতিযোগিকে পুরস্কৃত করা হয়।