ফুলতলায় বোরো ধান ক্ষেতে আলোর ফাঁদ উৎসব পালিত

প্রকাশঃ ২০১৮-০৩-২১ - ২০:০৭

ফুলতলা (খুলনা) প্রতিনিধিঃ কৃষি মন্ত্রণালয় ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ফুলতলা উপজেলা কৃষি অফিসের ব্যবস্থাপনায় গতকাল সন্ধ্যায় ফুলতলা উপজেলার ৪টি ইউনিয়নে ১২টি কৃষি ব্লকে একযোগে বোরো ধান ক্ষেতে আলোার ফাঁদ উৎসব পালিত হয়। বোরো চাষী উপস্থিতিতে ক্ষতিকর পোকার উপস্থিতি নির্ণয়ের কার্যক্রম পরিচালিত হয়। এ সময় ব্লক সমূহে যথাক্রমে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মোছাঃ রীনা খাতুন, অতিরিক্ত কৃষি অফিসার কৃষিবিদ দেবানন্দ বিশ্বাস, কিশোর আহম্মদ, শেখ হারুন অর রশিদ, উপ-সহকারী কৃষি কর্মকর্তা কাজী নজির হোসেন, আল মামুন হাওলাদার, চামেলী মল্লিক, সালমা সুলতানা, শিখা মল্লিক, তরুন কুমার সরকার, কাজী মাহমুদুল হক, সরদার মহাসিন আলী, কাজী এহসানুল হক, মঞ্জুরুল আলম, সাইফুল ইসলাম প্রমুখ। প্রসঙ্গতঃ বোরো ধান ক্ষেতে রাসায়নিক কীটনাশক ব্যবহার ছাড়াই পোকামাকড় দমন এবং ক্ষতিকর পোকামাকড় সনাক্ত করণের  জন্য আলোার ফাঁদ দেয়া হয়।