ফুলতলা (খুলনা) প্রতিনিধি : ফুলতলায় নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও ইউএনও মাশরুবা ফেরদৌসের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত বুধবার দুপুরে ১ কেজি ২শ’ গ্রাম গাাঁজাসহ আটক ৩ মাদক ব্যবসায়ীকে ১ মাস করে কারাদন্ডাদেশ প্রদান করেন। এরা হলো ফুলতলা উপজেলার গিলাতলা দক্ষিনপাড়ার সোহেল শেখের পুত্র হালিম শেখ (৩৫) ও আজমত আলীর পুত্র মোঃ নুরে আলম (৪০) এবং দৌলতপুর মহেশ^রপাশা এলাকার জলিল মোল্যার পুত্র সোহেল মোল্যা (২০)। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খুলনা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিপ্তর-খ সার্কেলের পরিদর্শক মোঃ সাইফুর রহমান রানা হামিদের নেতৃত্বে হালিম ও নূরের বাড়ি থেকে ৯শ’গ্রাম এবং শিরোমনি বাসষ্টান্ড এলাকা থেকে ৩শ’ গ্রাম গাঁজা সহ হোহেল মোল্যাকে আটক করা হয়।