ফুলতলা (খুলনা) প্রতিনিধি// ফুলতলার দামোদর গৌর হরি সনাতন ধর্ম সংঘে (গাছতলা মন্দির) চুরির ঘটনায় দুষ্কৃতিকারীদের গ্রেফতার ও চুরি যাওয়া মালামাল উদ্ধারের দাবিতে শনিবার সন্ধ্যায় মন্দির চত্বরে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। মন্দির সভাপতি অজয় কুমার দাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জয়দেব সেনের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন অধ্যক্ষ প্রফুল্ল কুমার চক্রবর্তী, মলয় দাস, গোবিন্দ নাগ, শেখর সেন, মুক্ত নাগ, শ্যামল ঘোষ, গোপাল ঘোষ, কল্যাণ সাহা, সুমন দত্ত, সুব্রত বিশ্বাস প্রমুখ। প্রসঙ্গতঃ গত ১৬ জানুয়ারী দিবাগত গভীর রাতে দামোদর গৌর হরি সনাতন ধর্ম সংঘে চুরি সংঘটিত হয়। চোরেরা মন্দিরে রক্ষিত প্রতিমা থেকে স্বর্ণের চেইন, টিপ, কাশা পিতলের ঘন্টাসহ পূজার সরঞ্জামাদি নিয়ে যায়।