তাপস কুমার বিশ্বাস, ফুলতলা (খুলনা)// বিশ্বনবী হযরত মুহাম্মদ (সঃ) কে নিয়ে ভারতের ক্ষমতাশীন বিজেপির মুখমাত্র নূপুর শর্মা ও নবীন জিন্দাল কর্তৃক কটুক্তি করার প্রতিবাদে উপজেলা ইমাম পরিষদের আয়োজনে রোববার বিকালে সর্বস্তরের মুসল্লিদের অংশগ্রহনে ফুলতলা বাসষ্টান্ড চত্বরে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিকাল থেকে উজেলার বিভিন্ন মসজিদের মুসল্লিরা প্লাকার্ড, ব্যানার নিয়ে মিছিল সহকারে বাসষ্টান্ড চত্বরে সমাবেত হতে থাকে। আছরের নামাজ শেষ হতে না হতে মহাসড়ক কানায় কানায় পূর্ণ হয়ে যায়। ফুলতলায় স্মরণকালের বৃহৎ এ সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা ইমাম পরিষদের সভাপতি অধ্যক্ষ আছম আঃ রহিম।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন উপজেলা ইমাম পরিষদের সহসভাপতি নূর মোহাম্মদ রহমানি, সাধারণ সম্পাদক হাফেজ মাওঃ আব্দুল্লাহ আল মামুন, ডাঃ শফি উদ্দিন মোল্যা, হাফেজ মাওঃ নুর উদ্দিন খান, হাফেজ মাওঃ শহিদুল ইসলাম, মুফতি মাসুম বিল্লাহ রহমানি, মাওঃ ইদ্রিস আলী, মুফতি জাকির হোসেন প্রমুখ। সমাবেশে নেতৃবৃন্দ হুশিয়ারী ইচ্চারণ করেন বলেন, মুসলিম সমাজ বিশ্বনবী হযরত মুহাম্মদ (সঃ) কে নিয়ে কুটুক্তির প্রতিবাদে ফুঁসে উঠেছে। অবিলম্বে রাষ্ট্রীয়ভাবে এ ঘটনার প্রতিবাদ এবং সংসদে নিন্দা প্রস্তাব পাশ করার দাবি জানান। অন্যথায় দেশব্যাপী গনআন্দোলন শুরু হবে। পরে এক বিশাল বিক্ষোভ মিছিল খুলনা-যশোর মহাসড়ক, গেডাউন সড়ক ও স্বনির্ভর সডক প্রদক্ষিণ করে বাসষ্টান্ড চত্বরে এসে দোয়া অনুষ্ঠানের মাধ্যমে শেষ হয়।