ফুলতলা (খুলনা) প্রতিনিধিঃ জেলা প্রসাশন ও মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের যৌথ উদ্যোগে মাদকের বিরুদ্ধে সচেতনাতমূলক ডিএনসি কাপ ২০১৭ ফুটবল টুর্নামেন্ট রোববার বিকালে উপজেলা পরিষদ মাঠে অনুষ্ঠিত হয়। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ রাশেদুজ্জামান পরিচালনায় পুলিশ সুপার এস এম শফিউল্লাহ টূর্নামেন্টের উদ্বোধন করেন।খেলায় ফুলতলা রি-ইউনিয়ন স্কুল ৪-০ গোলের ব্যাবধানে জামিরাবাজার আসমোতিয়া স্কুল এন্ড কলেজকে পরাজিত করে। বিজয়ী দলের আবুল কাশেম ২টি গোল করে ম্যান অফ দ্যা মাচ নির্বাচিত হন। খেলাটি পরিচালনা করেন কামরুল আযম বাবু। তাকে সহযোগিতা করেন তারেক হোসেন নাইস ও মোঃ আজিবর রহমান।
ইউএনও মাশরুবা ফেরদৌসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ শেখ আকরাম হোসেন, ওসি আসাদুজ্জামান মুন্সী আসাদুজ্জামান। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া কর্মকতা মোঃ আলীমুজ্জামান, মাধ্যমিক শিক্ষা কমকর্তা শেখ মতিউর রহমান, ইউপি চেয়ারম্যান শরীফ মোহাম্মাদ ভূইয়া শিপলূ, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ গাজী মারুফুল কবির, প্রেসক্লাব ফুলতলা সভাপতি তাপস কুমার বিশ্বাস, উপজেলা প্রেসক্লাব সভাপতি শেখ শামসুল আলম, সহকারী অধ্যাপক মোঃ নেছার উদ্দিন, পরিদর্শক মোঃ সাইফুর রহমান, মোঃ আহসান হাবীব, পারভীন আক্তার, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক হুমায়ুন আহম্মেদ ভূঁইয়া প্রমুখ। এ সময় ইউনও মাশরুবা ফেরদৌস খেলোয়ার ও আগত দর্শকদের মাদক বিরোধী শপথ বাক্য পাঠ করান।