ফুলতলায় মানুষের কল্যাণে আমরা’র আয়োজনে দু’দিন ব্যাপী পিঠা উৎসব অনুষ্ঠান

প্রকাশঃ ২০২৩-০২-১০ - ১৯:২৮

ফুলতলা (খুলনা) প্রতিনিধি// স্বেচ্ছাসেবী সংগঠন “মানুষের কল্যাণে আমরা” আয়োজনে চতুর্থ বর্ষ পূর্তি উপলক্ষে জামিরা বাজার স্কুল এন্ড কলেজ মাঠে দু’দিন ব্যাপী পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতি ও শুক্রবার এই উৎসব চলে সকাল ১০ টা থেকে রাত ৭টা পর্যন্ত। সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যক্ষ গাজী মারুফুল কবির। প্রধান অতিথি ছিলেন খুলনা মহানগর যুবলীগ নেতা মোঃ মাছুম-উর রশিদ। প্রভাষক সমীর কুমার বিশ^াসের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন জামিরা বাজার বণিক সমিতির সভাপতি মোঃ দলিল উদ্দিন মোল্যা, সহকারী অধ্যাপক মোঃ নেছার উদ্দিন, শেখ নজরুল ইসলাম, সমাজসেবক আহাদুল ইসলাম আহাদ, সংগঠনের সভাপতি আরমান হাসান মোল্যা, যুবলীগ নেতা জাসেম আল জাবেদ প্রমুখ। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শেখ বাবলুর রহমান, মশিউর রহমান মোল্যা, ইকরামুল হোসেন তপু, আরিফুল ইসলাম, শফিকুল ইসলাম, মিজানুর রহমান, বিপ্লব খান, শাহারিয়ার রহমান প্রমুখ। বাহারি নাম ও দেশীয় সাজ সজ্জার হরেক রকমের পিঠা পুলি ছিল উৎসবের প্রতিটি স্টলে। জামিরা স্কুল এন্ড কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা ২০ টি স্টলে পিঠা নিয়ে হাজির হন। তবে বিজ্ঞান ও মানবিক বিভাগের সোহাগ, আবিদ, আলিম, শারাফুল, ইমরান, সামান্তা ইসলাম ও আনিকা মেহেজাবিনের স্টলগুলোতে দর্শনার্থীদের উপস্থিতি ছিল নজরকাড়া। তাদের বৈচিত্রময় সব উপস্থাপনায় দুই দিনই কোলাহল মুখর ছিল উৎসব স্থল। প্রতিষ্ঠানে শিক্ষার্থী ছাড়াও ক্যাম্পাসের আশপাশের সাধারণ মানুষ এই উৎসব উপভোগ করেন।