ফুলতলা (খুলনা) প্রতিনিধিঃ নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও ইউএনও সাদিয়া আফরিনের নেতৃত্বে ভ্রাম্যমান আদালদত মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ চত্বর এলাকা থেকে মাস্ক ব্যবহার না করার অপরাধে ৭ ব্যক্তিকে আটক ও প্রত্যেককে ১শ’ টাকা করে জরিমানা ধার্য ও আদায় করেন। দন্ডপ্রাপ্তরা হলেন আপন রায়, দিপঙ্কর পাল, সহিদুল সরদার, আল আমিন সরদার, আজিমুল হক, সুকান্ত মজুমদার, রাজীব মোল্যা। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সমাজ সেবা কর্মকর্তা মোঃ শাহীন আলম, বিআরডিবি কর্মকর্তা মোঃ আফরুজ্জামান, নির্বাচন কর্মকর্তা কল্লোল বিশ্বাস, রিসোর্স কর্মকর্তা মোঃ রবিউল ইসলাম রনি, মহিলা বিষয়ক কর্মকর্তা ফারহানা ইয়াসমিন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মুহা. আবুল কাশেম, আইসিটি কর্মকর্তা পুষ্পেন্দু দাস, সহকারী শিক্ষা অফিসার মোঃ আসাদুজ্জামান, এসআই দর্জি আবু জাফর প্রমুখ।
এদিকে ইউএনও সাদিয়া আফরিন বেলা ২টায় তার অফিস কক্ষে স্থানীয় সাংবাদিক নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন। এ সময় প্রেসক্লাব ফুলতলা সভাপতি তাপস কুমার বিশ্বাস, সিনিয়র সাংবাদিক শেখ মনিরুজ্জামান, উপজেলা প্রেসক্লাব সভাপতি শামসুল আলম খোকন, সাংবাদিক মোঃ নেছার উদ্দিন উপস্থিত ছিলেন।