ফুলতলায় মিলন হত্যাকাণ্ডে মামলা, অস্ত্রসহ গ্রেফতার দুই

প্রকাশঃ ২০২৩-০২-০৩ - ১৪:৫৯

ফুলতলা প্রতিনিধি : ফুলতলায় দুর্বৃত্তের গুলিতে চাঞ্চল্যকর মিলন হত্যাকান্ডের ঘটনায় সন্দেহজনক ২ আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-৬। গ্রেফতারকৃতদের মধ্যে শাহিদুলের নিকট থেকে দুইটি বন্দুক উদ্ধার করেছে র‌্যাব-৬।

থানার অফিসার ইনচার্জ ইলিয়াস তালুকদার জানান, ফুলতলায় মিলন হত্যাকাণ্ডের ঘটনায় র‌্যাব-৬ এর অভিযানে ফুলতলা উপজেলার তাজপুর গ্রামের মৃত আহম্মাদ মোল্যার পুত্র মো: হাবিব মোল্যা (৪৯) ও পয়গ্রামের মোজাম মোল্যার পুত্র মো: শাহিদুল ইসলাম ওরফে মকমল (৩০) কে গ্রেফতার করে ফুলতলা থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে। এ সময় মকমলের নিকট থেকে সাদা সিমেন্টের ব্যাগের মধ্যে রক্ষিত একটি এক নালা ও একটি দুই নালা বন্দুক উদ্ধার করা হয়। পরে, গ্রেফতারকৃত আসামীদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়। থানায় অস্ত্র আইনে মামলা (নং- ০১, তারিখ- ০২/০২/২৩ ইং) দায়ের করা হয়েছে।

উল্লেখ্য, গত সোমবার আনুমানিক সকাল ৮টায় ফুলতলা বাজারের অদূরে আলকা আইডিয়াল স্কুল মোড়ে মা টেলিকম এন্ড কনফেশনারীর সামনে একটি লাল রঙের পালসার মটরসাইকেল সহযোগে ২ জন দুর্বৃত্ত এসে মিলনের মাথায় গুলি করে ঘটনাস্থলে তার মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়। গত সোমবার রাতে নিহতের স্ত্রী রাশিদা বেগম বাদি হয়ে অজ্ঞাতদের আসামি করে ফুলতলা থানায় একটি হত্যা মামলা (নং-১৬) দায়ের করেন। পরে মামলাটি জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের নিকট হস্তান্তর করা হয়।