ফুলতলা (খুলনা) প্রতিনিধিঃ মুজিববর্ষ উপলক্ষে ভূমিহীন-গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রম দ্বিতীয় পর্যায়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশব্যাপী ৫৩ হাজার ৩শ’ ৪০টি পরিবারকে একযোগে জমিসহ ঘর প্রদান উদ্বোধনের অংশ হিসাবে রোববার বেলা ১১টায় ফুলতলা উপজেলা পরিষদ মিলনায়তনে এক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ইউএনও সাদিয়া আফরিনের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোছাঃ শাহানাজ পারভীন।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শেখ আকরাম হোসেন, সহকারী কমিশনার (ভূমি) রুলী বিশ্বাস, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ ইনসাদ ইবনে আমিন, ওসি মোঃ মাহাতাব উদ্দিন।
মহিলা বিষয়ক কর্মকর্তা ফারহানা ইয়াসমিনের পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত আরএমও ডাঃ মিঠুন বাহাদুর, ভিএস ডাঃ তরিকুল ইসলাম, ইউপি চেয়ারম্যান শরীফ মোহাম্মদ ভুইয়া শিপলু, সমাজসেবা কর্মকর্তা মোঃ শাহীন আলম, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ পারভেজ মোল্যা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রফিকুল ইসলাম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মুহা. আবুল কালেম, আওয়ামীলীগ নেতা মৃনাল হাজরা, ইউআরসি ইন্সটেক্টর মোঃ রবিউল ইসলাম, আইসিটি কর্মকর্তা পুষ্পেন্দু দাশ, পরিবার পরিকল্পনা কর্মকর্তা সেলিনা খাতুন, প্রেসক্লাব সভাপতি তাপস কুমার বিশ্বাস, উপজেলা প্রেসক্লাব সভাপতি শামসুল আলম খোকন, সহকারী অধ্যাপক মোঃ নেছার উদ্দিন প্রমুখ।
এ সময় আনুষ্ঠানিকভাবে ফুলতলার মুক্তেশ্বরী এলাকায় ২শতক করে জমিসহ নব নির্মিত ৬টি ঘরের জমির দলিল ও প্রয়োজনীয় কাগজপত্রসহ ঘরের চাবি বুঝে দেয়া হয়। জমিসহ ঘর প্রাপ্তরা হলেন আঃ রশিদ গাজী ও রশিদা বেগম, কাজী আঃ সামাদ ও আম্বিয়া খাতুন, নার্গিস নাহার খাতুন, সেলিনা বেগম, ছগির হাওলাদার ও ভানু বেগম, মোঃ শামসুল হক সানা ও গহরজান বেগম।