ফুলতলায় মেয়াদত্তীর্ণ ওষুধ রাখায় ২ ফার্সেমীকে জরিমানা

প্রকাশঃ ২০২২-০৮-২৪ - ১৯:৫৬

ফুলতলা (খুলনা) প্রতিনিধি// ফুলতলা মেয়াদত্তীর্ণ এবং অনুমোদনহীন বিদেশি ওষুধ রাখায় ভ্রাম্যমান আদালত ২ ফার্মেসীকে জরিমানা করেছে। বুধবার দুপুরে ফুলতলা বাজারে নির্বাহী ম্যাজিস্টেট ও সহকারী কমিশনার (ভূমি) দীপা রাণী সরকার নেতৃত্বে ভ্রাম্যমান আদালতে এ জরিমানা করেন। এ সময় মেয়াদত্তীর্ণ এবং অনুমোদনহীন বিদেশি ওষুধ রাখার অপরাধে শামীম ফারাজির মালিকানাধীন আজাদ ক্লিনিককে ৫ হাজার এবং সীমান্ত কুন্ডুর মাতৃ ফার্মেসীকে ২ হাজার জরিমানা ধার্য ও আদায় করা হয়েছে।