ফুলতলায় মোবাইল ফোন মার্কেটে আগুনঃ ২০ লক্ষাধিক টাকার ক্ষতি

প্রকাশঃ ২০১৭-০৮-১২ - ২২:২২

ফুলতলা (খুলনা) প্রতিনিধি: শনিবার ভোররাতে ফুলতলায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট আগুনে শপিং মার্কেটের অন্ততঃ ৬টি মোবাইল ফোনের দোকানের মালামাল ভস্মিভুত হয়। এ সময় ফায়ারসার্ভিসের দুটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রনে আনে। এতে ক্ষতির পরিমান ২০ লক্ষাধিক টাকা।
প্রত্যক্ষদর্শীরা জানায়, স্থানীয় মুসল্লিরা ফুলতলা বাজার মসজিদে ফজরের নামাজ শেষে বেরুতেই রফিক সড়কস্থ এভি সুপার মার্কেটের বন্ধ দোকানের ভিতর থেকে কালো ধোয়া দেখতে পেয়ে ফায়ার সার্ভিসে সংবাদ দেন। খানজাহানআলী ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে এসে এলাকাবাসির সহায়তায় দোকানের সার্টারের তালা কেটে পানি মেরে আগুন নিয়ন্ত্রনে আনে। ততক্ষনে মার্কেটে আকুঞ্জী মোবাইল নেট, নেহা মোবাইল সার্ভিসিং, নিউ লামিয়া টেলিকম, রিটু কম্পিউটার, লামিয়া টেলিকম ও ন্যাশনাল টেলিকমের ব্যাপক ক্ষতি সাধিত হয়। এ সময় পার্শ্ববর্তী বিসমিল্লাহ স্টোর ও স্বর্ণা গিফট কর্ণারের মালামালেরও ক্ষতি সাধিত হয়। পুলিশ ও ফায়ার সার্ভিসের প্রাথমিক তদন্তে মাসুদ আকুঞ্জী’র মালিকানাধিন আকুঞ্জী মোবাইল নেট থেকেই বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে এ অগ্নিকান্ডের সূত্রপাত। সৃষ্ট আগুনের তাপ, কালো ধোয়াচ্ছন্ন এবং আগুন নিভাতে ব্যবহৃত পানির কারণে অন্য দোকানগুলির মোবাইল, কম্পিউটার ও অন্যান্য মালামালসামগ্রীর ক্ষতি সাধিত হয়। এ ছাড়াও আগুনের তাপে ভবনের ছাদের পলেস্তারা খসে পড়ে। লামিয়া টেলিকমের স্বত্তাধিকারী সরদার তাহেরুল ইসলাম বলেন, ঈদকে সামনে রেখে গত সপ্তাহে আধুনিক এন্ড্রয়েড সেট উঠানো হয়। সে সব সেটগুলি ভস্মিভুত হওয়ায় তিনি হতাশ।