ফুলতলা (খুলনা) প্রতিনিধি// গভীর রাতে ফুলতলার যুগ্নিপাশা গ্রামে মোঃ মিজানুর রহমানের বাড়িতে দূধর্ষ ডাকাতি হয়েছে। ডাকাতেরা অস্ত্রের মুখে ওই বাড়ির সদস্যদের জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ আনুমানিক ৭ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
বাড়ির মালিক মোঃ মিজানুর রহমান জানান, শনিবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে দেশীয় অস্ত্রে সজ্জিত ৫/৬ জনের একটি ডাকাত দল রান্না ঘর ও ঘরের জ¦ানালার গ্রিল ভেঙ্গে ভেতরে প্রবেশ করে সকলের হাতপা বেঁধে জিম্মী করে। এ সময় অস্ত্রের মুখে নগদ দেড় লাখ টাকা, সাড়ে ৮ ভরি স্বর্ণালংকারসহ আনুমানিক ৮ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে যায়।
বাড়ির মালিক মোঃ মিজানুর রহমান মোল্যা বলেন, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত তাঁর ছেলে ডাঃ সাজ্জাদ হোসেনের বিয়ের জন্য ওই স্বর্ণালংকার তৈরি করা হয়েছিল।
এদিকে খবর পেয়ে খুলনার অতিরিক্তি পুলিশ সুপার মোঃ মোস্তাফিজুর রহমান, ফুলতলা থানার ওসি মোঃ ইলিয়াস তালুকদারসহ অন্যান্য পুলিশ কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছিল।